ঈদ ইত্যাদিতে বিদেশী শিল্পীরা এবার কি করবেন জানেন?
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০১৭, ৮:০২ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক:বিটিভিতে প্রচারিত হানিফ সংকেত নির্দেশিত ও উপস্থাপিত বিনোদন মূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। অনুষ্ঠানটির শেষাংশে থাকে বিদেশী শিল্পীদের অংশগ্রহণে একটি বিশেষ আয়োজন। এবারেও এর ব্যতীক্রম ঘটেনি। ইত্যাদির চরিত্রানুযায়ী বিদেশীদের দিয়ে করানো নানান ঘটনার পরিসমাপ্তি ঘটে চমৎকার একটি মেসেজের মাধ্যমে। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন পৃথিবীর নানান দেশের ৬০ জন বিদেশী নাগরিক। হানিফ সংকেতের নির্দেশনায় অল্প কয়েক দিনের মহড়ায় বাংলায় বিভিন্ন সংলাপ আয়ত্ত করে এই বিদেশীরা এবারও চমৎকার অভিনয় করেছেন। এবারের বিষয় ‘যৌতুক’। ইত্যাদি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১০টা ১০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
প্রায় দুই যুগ ধরে ইত্যাদি অনুষ্ঠানের নির্দেশক ও উপস্থাপক হানিফ সংকেত দেশের বিভিন্ন স্থানে গিয়ে আমাদের দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বিদেশী নাগরিকদের দিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরছেন। বিদেশী শিল্পীদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা প্রান্তে।