ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আলতাফকে প্রবাসীদের অর্থসাহায্য
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০১৭, ৬:২২ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম:ক্যান্সার আক্রান্ত সিলেট মহানগর যুবদল নেতা আলতাফ আহমদ এর চিকিৎসা সাহায্যর্থে অর্থসাহায্য করেছেন যুক্তরাজ্যস্থ মীর হেল্পিং হ্যান্ড ইউকে ও আলতাফের যুক্তরাজ্যস্থ প্রবাসী বন্ধু ও শোভাকাঙ্খীরা।
বৃহস্পতিবার দুপুরে ওসমানী মেডিকেলে আলতাফ আহমদকে সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কাউন্সিলার রেজওয়ান আহমদ, শেখ রায়হান আহমদ, আলমাছ আহমদ শুকুর, লিটন আহমদ, আলতাফ আহমদের স্ত্রী ও সন্তান।
মীর হেল্পিং হ্যান্ড ইউকের পক্ষে উপস্থিত ছিলেন- নুরুল ইসলাম সাজোয়ান, কমরেড জুবায়ের আহমদ সুমন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান সাদিক, যুবদল নেতা আব্দুস সামাদ তুহেল। আলতাফের চিকিৎসা সাহায্যর্থে ’ প্রবাসী বন্ধু ও শোভাকাঙ্খীরা ৩১,৬০০ টাকা ও মীর হেল্পিং হ্যান্ড ইউকের পক্ষে ১০,০০০ টাকা ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদের মাধ্যমে হস্তান্তর করা হয়।
এছাড়া কেউ যদি আলতাফ আহমদকে সাহায্য দিতে চান তবে নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে পারেন।