বিশ্বনাথে মুক্তিযোদ্ধাদের মধ্যে শফিক চৌধুরীর ঈদ সামগ্রী বিতরণ

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির সূর্য সন্তান। জাতির ওই শ্রেষ্ঠ সন্তানদেরকে তাঁদের যথাযথ মর্যাদা প্রদান করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ব্যক্তিগত উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষ্যে ‘বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার’র সদস্যদের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের চিকিৎসা, শিক্ষা, কৃষি, প্রযুক্তি, বিদ্যুৎ, যোগাযোগ’সহ সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতি হয়েছে কলঙ্কমুক্ত।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল ওয়াহিদ, ডেপুটি কমান্ডার রনজিত চন্দ্র ধর রণ মেম্বার, সাবেক ডেপুটি কমান্ডার আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নিখিল পাল, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দেব, মহানগর যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, যুবলীগ নেতা শাওনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার, শাখাওয়াত হোসেন, দবির মিয়া, মনোহর হোসেন মুন্না, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।