সিলেটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসে জেলা প্রশাসকের র্যালী, আলোচনা

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে স্থানীয় কোর্ট পয়েন্টে ঘুরে জেলা প্রশাসক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, মেধাবী তরুণ জনগোষ্ঠীকে পেশা হিসেবে পাবলিক সার্ভিসকে বেছে নিতে উৎসাহিত করার উদ্দেশ্যে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়।
জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে পাবলিক সার্ভিসের গুরুত্ব অপরীসিম। কারন তরুণ জনগোষ্ঠীকে মেধাবী করে তুলে কাজে লাগাতেই পারলেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গঠন বাস্তবায়ন হবে। শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়ন করতে সর্বক্ষেত্রে উন্নয়ন করতে হবে। দেশকে আরো এগিয়ে নিতে হবে। জনগণের অর্থে সরকারী আমলাদের বেতন ভাতা হয় এমন কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের সেবক হয়ে কাজ করতে হবে। শুধু মুখে বললে হবে না সরকারি লোকদের অন্তর দিয়ে জনগণের সেবা করতে হবে। যুব সমাজকে সময়োপযোগী শিক্ষা দিয়ে কাজে লাগাতে পারলেই শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়ন সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবজিৎ সিংহ, সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ, মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর দাস প্রমুখ।