নগরবাসীর প্রতি সিসিক মেয়রের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৭, ৪:৫০ অপরাহ্ণ
দৈনিকসিলেট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
মেয়র বলেন, ‘রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে আসা মাহে রমজান শেষে আবার আমাদের মাঝে ঈদুল ফিতর সমাগত। আমি এই উপলক্ষ্যে নগরবাসীকে জানাই ঈদ মুবারক।’ পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয় উল্লেখ করে মেয়র বলেন, নগরীর সর্বস্তরের জনতার ভোটে নির্বাচিত একজন মেয়র হিসেবে আপনাদের সার্বিক সেবা প্রদানে যেন আমি সবসময় কাজ করতে পারি এই দোওয়া করবেন। সবশেষে মেয়র নগরীর সকল বাসিন্দাদের ঈদুল ফিতরের অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করেন।