জোর করে ভোট নেয়ার দিন শেষ: নিউইয়র্কে ড. গোলাপ
দৈনিক সিলেট ডট কম
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে : বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আব্দুস সোবহান গোলাপ বলেছেন, ‘জোর করে ভোট নেয়ার দিন শেষ। গত কয়েক বছরে শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে যে উন্নয়ন ঘটেছে, তা সর্বসাধারণকে যথাযথভাবে অবহিত করতে পারলেই জনগণ কনভিন্স হবেন। আর এভাবেই ভোট নিতে হবে সামনের নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসাতে।’
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ জুন শুক্রবার অপরাহ্নে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে অনুষ্ঠিত সমাবেশে ড. গোলাপ প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, ‘দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ যে আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দীপ্ত প্রত্যয়ে ধাবিত হচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে,-এসব সবিস্তারে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে হবে নেতা-কর্মীদেরকে।’
ড. গোলাপ উল্লেখ করেন, ‘আগের মত আবারো জামাত-শিবির-বিএনপি দেশ ও বিদেশে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ওরা টুয়েন্টি টুয়েন্টিওয়ানের রোডম্যাপকে নস্যাৎ করে বাংলাদেশকে আবার থামিয়ে দিতে চায়। শেখ হাসিনার বিরুদ্ধে চলমান এসব ষড়যন্ত্র সম্পর্কে সকলকে চোক-কান খোলা রাখতে হবে।’
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী সভাপতিত্ব করেন এ সমাবেশে। বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘২০১৯ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় দিতে প্রবাসীরা ঐক্যবদ্ধ রয়েছে। সামনের বছরেই শতশত প্রবাসী কর্মী-সংগঠক নিজ নিজ এলাকায় গমন করার প্রস্তুতি নিচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ৫ বছরের জন্যে ক্ষমতায় বসানোর বিকল্প নেই।’
সমাপনী বক্তব্যে জাকারিয়া চৌধুরী বলেন, ‘যুক্তরাষ্ট্রে আওয়ামী পরিবার আজ ঐক্যবদ্ধ। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর এ সমাবেশের সকলেই সংকল্পবদ্ধ সামনের জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিপুলভাবে জয়ী করতে।’
সংগঠনের সেক্রেটারি ইমাদ চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, নির্বাহী সদস্য শাহানারা রহমান, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, মহানগর আওয়ামী লীগের নেতা যুগ্ম সম্পাদক নুরল আমিন বাবু, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরল ইসলাম নজরুল প্রমুখ।
মাওলানা সাইফুল আলম সিদ্দিকী কর্তৃক বিশেষ দোয়া-মাহফিল ও মোনাজাতের পর ইফতার পরিবেশন করা হয় উপস্থিত সকলের মধ্যে।