হেল্প দ্যি পিপল ট্রাস্ট ইউকে’র খাদ্য সহায়তা ও অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৭, ১০:৪৩ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম:হেল্প দ্যি পিপল ট্রাস্ট বাংলাদেশ এর উদ্যোগে ও হেল্প দ্যি পিপল ট্রাস্ট ইউকে এর অর্থায়নে পবিত্র মাহে রমজার উপলক্ষে সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১৬৮টি পরিবারের মাঝে ১০ লক্ষ টাকার খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। ৩০টি হতদরিদ্র পরিবারকে নগদ ৪ হাজার টাকা, ৫০ কজি চালসহ ১৩ রকমের পণ্য এবং ১৩৮টি পরিবারকে ২০ কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় ১১ রকমরে পণ্য সহায়তা প্রদান করা হয়।
গত ২৩ জুন শুক্রবার ওসমানীনগর উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়ন ও সাদিপুর ইউনিয়ন এবং ২৪ জুন শনিবার মিরপুর ইউনিয়নে এই খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়।
ওসমানীনগর উপজেলায় সহায়তা প্রদান অনুষ্ঠানে হেল্প দ্যি পিপল ট্রাস্ট বাংলাদেশ এর চেয়ারম্যান গোলজার আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু নাছের মাকনুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪ নম্বর বুরুঙ্গাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.জি, রাসুল খালেক আহমদ, হেল্প দ্যি পিপল ট্রাস্ট বাংলাদেশ’র ভাইস চেয়ারম্যান মোদাছ্ছি আহমদ। উপস্থিত ছিলেন ট্রাস্টের কোষাধ্যক্ষ আজহার আলী, মিছবাউল হক, ফরহাদ আহমদ, আসাদ আহমদ প্রমুখ।
জগন্নাথপুর উপজেলায় সহায়তা প্রদান অনুষ্ঠানে হেল্প দ্যি পিপল ট্রাস্ট বাংলাদেশ এর চেয়ারম্যান গোলজার আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু নাছের মাকনুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জমির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. নছির মিয়া, ট্রাস্টের ট্রাস্টি সদস্য ফখর উদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন তখলিস মিয়া সিকদার লালন, সাফওয়ান হোসেন, খলিল সিকদার, মাছরুর হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি