বিয়ানীবাজারে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০১৭, ১০:৫৯ পূর্বাহ্ণ
মাহবুব আহমদ খান,বিয়ানীবাজার প্রতিনিধিঃবিয়ানীবাজারের চারখাইয়ে নিখোঁজ হওয়ার একদিন পর যুবক ফরহাদের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তরঙ্গ গ্রামের বিলে যুবকের ভাসমান দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত ফরহাদ আহমদ (২২) চারখাই ইউনিয়নের তরঙ্গ গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র। সে গত রবিবার রাত ৯টা পর তাকে কোথাও খুঁজে না পাওয়ার কথা স্বজনরা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার তারেক এবং তার লোকজন ফরহাদকে রবিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর থেকে ফরহাদ নিখোজ রয়েছে। ধারণা করা হচ্ছে, তারেক সহযোগীদের নিয়ে ফরহাদ শারিরীক নির্যাতন করে পানিতে ফেলে দেয়। তারেকের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি অভিযোগ রয়েছে। তার সাথে ফরহাদের পূর্ব থেকে বিবাদ ছিল।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, চারখাই পুলিশ ফাড়ির সদস্যরা গ্রামের তরঙ্গ বিলে থেকে যুবকের লাশ উদ্ধার করেছে। লাশের সুরত হাল সম্পন্ন শেষে ময়না তদন্তের জন্য মগে পাঠানো হবে। এ ঘটনার সাথে যুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে বলে জানান।