বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি গ্রহনযোগ্যতা লাভ করেছে: ড.মোমেন
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০১৭, ১১:০৫ পূর্বাহ্ণ
দৈনিকসিলেটডটকম: জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি, সফল কুটনীতিক ড. এ কে আব্দুল মোমেন বলেছেন-বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি প্রবাসীদের অর্থানুকুল্যে পরিচালিত চ্যারিটি যা অল্পসময়ে গ্রহনযোগ্যতা লাভ করেছে । প্রাথমিক ভাবে তা মধ্যপ্রাচ্যের ১০ টি দেশের প্রবাসীদের দ্বারা প্রতিষ্টিত হলেও তা ইউরোপ , আমেরিকা সহ পুরো মধ্যপ্রাচ্যের প্রবাসীদের একটি অনন্য চ্যারিটিব্যল প্রতিষ্টানে রুপ লাভ করেছে ।
গত ২৪ জুন সিলেটের সুধি সমাজের , প্রশাসনের ও বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি ও মোঃ আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশন সিলেট এর যৌথ উদ্যোগে উপশহরস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি জনাব হাবিব আহমদ শিহাব।
বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি’র সহ-সভাপতি সিলেটে ডাকের সিনিয়র চীফ রিপোর্টার এডভোকেট তাজ উদ্দিন ও প্রবাসী উদ্যোক্তা, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সদস্য কায়েস চৌধুরী যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি’র প্রজেক্ট ডিরেক্টর আলহাজ্ব শাহ্ মোঃ বদরুজ্জামান বদরুল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ব্রিগেডিয়ার জেনারেল কায়ছার হাসান মালিক, পি এস সি কমান্ডার ৫২ ব্রিগেড ইসিনফেন্ট্রি , মিসেস কায়ছার হাসান মালিক, লেফট্যানান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল উর রাহমান সারওয়ার পি্ এস সি , প্রিন্সিপাল জে সি পি এস সি জালালাবাদ ক্যান্টনমেন্ট সিলেট , ড. মোছাম্মাত নাজমানারা খানম ডিভিশনাল কমিশনার সিলেট, রাহাত আনোয়ার জেলা প্রশাসক সিলেট, গোলাম কিবরিয়া কমিশনার সিলেট মেট্রপলিটন পুলিশ, ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক এম পি এইচ ডায়রেক্টর সিলেট এম এ জি ওসমানী হসপিটাল,, মিসেস ড. এ কে আব্দুল মোমেন ।
জনাব খন্দকার শিপার আহমদ, সভাপতি, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। জনাব আব্দুল জব্বার জলিল, চেয়ারম্যান, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), সিলেট অঞ্চল । মুহিত চৌধুরী সভাপতি সিলেট অনলাইন প্রেসক্লাব, মো: সিরাজুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক সিলেট প্রেসক্লাব, আজাদুর রহমান আজাদ, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর, সিলেট সিটি কর্পোরেশন । জনাব আব্দুল কাদির, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) ও হাব । জনাব আব্দুল হাই মামুন, সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন, কুয়েত। জনাব সামছুল হক, আজীবন সদস্য, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, যুব সংগঠক শাহিন আহমদ প্রমুখ।