ডাঃ সা’দ উদ্দিন জায়গীরদার আর নেই
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৭, ৬:৫৩ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ এর অনকোলজিষ্ট ডিপার্টমেন্টের সাবেক অধ্যাপক ডাঃ মোঃ সা’দ উদ্দিন জায়গীরদার বৃহস্পতিবার দুপুর ১২টায়(২৯ জুন) ঢাকাস্থ একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রেখে যান। পরিবারের পক্ষ হতে সকলের দোয়া কামনা করেছেন।
মরহুমের প্রথম নামাজের জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুম্মা দরগাহ হযরত শাহজালাল (রঃ) মসজিদ নামাজে জানাজা।
দ্বিতীয় নামাজের জানাজা আগামীকাল শুক্রবার বাদ আছর বিয়ানীবাজার আলী নগর জায়গীরদার পাড়া জামে মসজিদ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।