প্রেমিক স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে যুবতী
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৭, ৩:২৮ অপরাহ্ণ
জাহেদ আলী মামুন:প্রেমিক স্বামীর সাথে অভিমান করে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে যুবতী এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার সুতাং গ্রামে। এদিকে, প্রেমিকা স্ত্রীর আত্মহত্যার খবর শুনে নিজেও গলায় ফাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে দুবাই প্রবাসী স্বামী। ঘটনাটি নিয়ে এলাকায় চলছে তোলপাড়।
জানা যায়, ওই গ্রামের ব্যবসায়ী মকবুল হোসেনের কন্যা ইয়াছমিন আক্তারকে প্রায় ৪ বছর পূর্বে ভালবেসে বিয়ে করে সিরাজগঞ্জ সদর উপজেলার নাসিরাবাদ গ্রামের হাসান মিয়া। বিয়ের পর হাসান জীবিকার তাগিদে দুবাই চলে যায়। এর কিছুদিন পর থেকে ইয়াছমিনের উপর শারীরিক ও মানষিক নির্যাতন শুরু করে তার শ্বশুর ও শ্বাশুড়ি। এক পর্যায়ে অতিষ্ট হয়ে ইয়াছমিন তার পিত্রালয়ে চলে আসে।
ইয়াছমিনের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দুপুরে স্বামীর সাথে মোবাইল ফোনে কথা হয় তার। বিকেলে সকলের অগোচরে নিজ ঘরের তীরের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে সে। পরে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে, এ খবর শুনে দুবাই প্রবাসী হাসানও আত্মহত্যার চেষ্টা চালায় বলে জানা গেছে। সে শারজার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে ইয়াছমিনের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ইয়াছমিনের আত্মহত্যা ও তার স্বামীর আত্মহত্যার চেষ্টার বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। আইনশৃংখলা বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।