ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন মাহমুদ উস সামাদ

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। শনিবার সকাল থেকে দিনভর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা নৌকায় ও পায়ে হেঁটে পরিদর্শন করেন। তিনি চন্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত আশ্রয় কেন্দ্রলোকদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি পশ্চিম বাজার থেকে ডাকবাংলা পর্যন্ত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দেখতে পরিদর্শন করেন।
এর আগে এম.পি মাহমুদ উস্ সামাদ চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে খামারিদের মাঝে হাঁস, মুরগি, গরু, ছাগলদের জন্য পশু খাদ্য, ঔষুধ ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, উপজেলা নিবার্হী অফিসার হুরে জান্নাত, সরকারি কমিশনার ভূমি আনিসুর রহমান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল হুসেন, ফেঞ্চুগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রমাপদ দে আওয়ামীলীগ নেতা আব্দুল হাই খছরু, মঈন উদ্দীন, আতাউর রহমান রুনু, আব্দুল আউয়াল কয়েছ, ফেঞ্চুগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার আরকাম হুসেন, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুরাদ, আওয়ামীলীগ নেতা জিল্লু রহমান, রোকমান আলী, শিক্ষক কাঞ্চন চন্দ্র দেব, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির আহবায়ক আব্দুল বারি, শাহাজাহান শাহ্, মাশার আহমদ শাহ্, মিজানুর রহমান জুয়ের, তৈয়বুর রহমান শাহিন, জুলহাস আহমদ, পারভেছ আহমদ, দিদারুল আলম নিমু, জুনেদ আহমদ, শেখ মোমিনুল হাসান, নাহিদ সুলতান পাশা, জুনেল আহমদ, ইমন আহমদ, জাবেদুর রহমান ডেনেস, জুবের সনি, শিহাব, মুহিত, ফাহিম, শিমুল, সানি, আব্দুল, ইছন, নগেন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি