রিকাবীবাজার থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেট নগরীর রিকাবীবাজারে অবৈধভাবে জুয়ার খেলার আসর থেকে ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার তাদের আটক করে পুলিশ। এ সময় জুয়ার আসর গুড়িয়ে দেওয়া হয়।
গ্রেফতারকৃতরা হলো-এসএমপির জালালাবাদ থানার আখালিয়ার এলাকার ব্রাহ্মণশাসন গ্রামের সজল পালের ছেলে সনজিত পাল(২২), মৃত রহমত উল্লাহ’র ছেলে কাইছার আহমদ(৪০), সিলেট কতোয়ালী থানার শেখঘাট ২৩৪ নং বাসার বাসিন্দা আব্দুল বাছিতের ছেলে শুভ আহমদ(২২), জালালাবাদ থানার আখালিয়া গ্রামের মৃত শুবোধ দেব’র ছেলে ইমন দেব (২২), গোয়াবাড়ি গ্রামের আতিক মিয়া শিকদারের ছেলে রাসেল শিকদার, আখালিয়া গ্রামের সমর আচার্য্য’র ছেলে টিটু আচার্য্য।
জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও ২৫ জুন থেকে রিকাবীবাজার পয়েন্টে রথ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আর এই সুযোগে জুয়াড়িরা সেখানে প্রকাশ্যে জুয়ার আসর খুলে বসে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মূসা জানান, অবৈধ জুয়ার আসরের খবর পেয়ে আজ শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়ার আসর ভেঙ্গে দেওয়া হয়।