ওসমানীনগরে পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৭, ৭:৩৫ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: ওসমানীনগর উপজেলায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।রোববার দুপুরে উপজেলার চিন্তামনি এলাকা তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল (৩২)। সে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন টুলটিকর এলাকার চামেলী বাগ ১২৭ নং বাসার বাসিন্দা মোক্তাদির আলী ওরফে টিপু মিয়ার ছেলে।
র্যাব-৯এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহাকারী পরিচালক(মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী গ্রেফতারে তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি বিশেষ দল ওসমানীনগর থানার চিন্তামনি গ্রামের মৃত হিরন মিয়ার স্ত্রী জনাবা শাহী খানমের বসতঘরে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়। আসামীকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মাঈন উদ্দিন চৌধুরী।