কানাইঘাটে ঝিংগাবাড়ী কলেজের নবীন বরণ ও সংবধর্না অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৭, ৭:১৬ অপরাহ্ণ
কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও সিলেট জেলা পরিষদের ১৪ নং ওয়ার্ড সদস্য মো: ইমাম উদ্দিন এর সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে কলেজের অধ্যক্ষ এম এ সালামের সভাপতিত্বে ও ইংরেজী প্রভাষক মো: নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখের সিলেট জেলা পরিষদের ১৪ নং ওয়ার্ড এর নবনির্বাচিত সদস্য মো: ইমাম উদ্দিন চৌধুরী। তিনি তাঁর বক্তব্য নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্য বলেন, শিক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্টানে এসো,সেবার জন্য বেরিয়ে যাও। শিক্ষার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলো এবং দেশ সেবায় আত্তনিয়োগ করো।
নিজেকে জনগণের খাদিমদার দাবী করে বলেন, জনগণের প্রয়োজনে সব সময় নিজেকে প্রস্তুত রাখবেন। নিজের সাধ্যমতো সহযোগিতার করে যাবেন। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কলেজ উন্নয়ন কমিটির সদস্য মুজিবুর রহমান, আব্দুন নুর, শফিকুর রহমান, মানব রঞ্জন দাস, এফ আর এইচ আদর্শ কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রভাষক আলমগীর হোসেন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন রিফুল আলম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তারেক আহমদ ও ফখরুল ইসলাম।