সুনামগঞ্জের আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষকের ইন্তেকাল

দৈনিক সিলেট ডট কম
কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুনামগঞ্জ সদর উপজেলার ষোলঘর এলাকার বাসিন্দা ও যুক্তরাজ্যের নর্দা¤পটন এনটিভির প্রতিনিধি এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সলের পিতা মাও. আব্দুর রহীম চৌধুরীর ইন্তেকালে দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক প্রকাশকারী নেতৃবৃন্দরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি হাফিজ মোশাহিদ আহমদ, সাধারণ স¤পাদক এম এ কাসেম, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, দপ্তর স¤পাদক এম এম ইলিয়াছ আলী, কার্যকরী সদস্য সালেহ আহমদ হৃদয় সহ প্রমূখ।
উল্লেখ্য, গত ২২ জুন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি, ৩ মেয়ে, ১ ছেলে, স্ত্রী ও নাতি-নাতনী সহ অনেক গুনগ্রাহী রেখেগেছেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭৪ বছর।