শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপিত

দৈনিক সিলেট ডট কম
সিলেটের তিনশত বৎসরের ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা ও আনন্দমূখর পরিবেশে সোমবার সিলেটে উদযাপিত হয়েছে। সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সিলেট নগরীর ঐতিহ্যবাহী রিকাবীবাজাস্থ রথযাত্রা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা উৎসব ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্ণিল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নারী-পুরুষ, তরুণ-তরুনী ও শিশু-কিশোর এবং আবালবৃদ্ধবণিতার উপচেপড়া স্বতঃষ্ফুর্ত উপস্থিতিতে রথযাত্রা প্রাঙ্গন আলোকিত হয়। রথযাত্রা উপলক্ষে রিকাবীবাজারে এক মেলা বসে। বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনে ৯দিন ব্যাপী রথযাত্রা উৎসবের গতকাল ছিল উল্টো রথযাত্রা উৎসব। ৯দিনব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল আরতি কীর্ত্তণ, ভোগরাগ, শ্রীমদ্বভগবত প্রবচন কীর্ত্তণ মেলা, জগন্নাথদেবের মহিমা কীর্ত্তণ ও অগ্নিহোত্র যজ্ঞ। রথযাত্রা উপলক্ষে গতকাল বিকেল ৫টায় রথযাত্রা প্রাঙ্গনে ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা, কীত্তর্ণ ও অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল ৩টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সিনিয়র সহ সভাপতি ড. দীলিপ কুমার দাস চৌধুরী এডভোকেট। বক্তব্য রাখেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিপেন্দ্র সিংহ, মিন্টু সিংহ ও সাংবাদিক সজল ঘোষ। আলোচনা সভা পরিচালনা করেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সৌমেন্দ্র সিংহ। বিজ্ঞপ্তি