যুক্তরাজ্য বিএনপি নেতা এলিছ খাঁনকে কাজীটুলায় সংবর্ধনা

দৈনিক সিলেট ডট কম
যুক্তরাজ্য বিএনপির নরটামটন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এলিছ খাঁনের সম্মানে বিএনপি সিলেট মহানগরীর ১৭ নং ওয়ার্ড শাখার উদ্যোগে গতকাল নগরীর কাজীটুলায় এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল মুমিন খোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এহিয়া খান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, আল মাহমুদ জুয়েল, সাইম আহমদ খান, গিয়াস মিয়া, লিটন আহমদ, ১৭ নংওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হায়দার মজনু, সাহেদ আহমদ, আব্দুল খালিক, ইয়াছিন মিয়া, ফয়ছল খান সাহেদ, মনসুর আহমদ, আমির হোসেন, শামীম আহমদ, আলাল আহমদ, মুন্না আহমেদ, লিয়াকত আহমদ ইমন, ওমর হোসেন নাঈম, রহমান আহমদ, রানা আহমদ, ইমন আহমদ, রাজ্জাক আহমদ, শরিফ আহমদ প্রমুখ।