বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় বন্যায় প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সোমবার ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসাইন। এ সময় উপজেলার চারটি স্থানে তিনি নৌকা যোগে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে এস এম জাকির হোসাইন বলেন- কয়েক বছর পরপর হাওর অঞ্চলগুলোতে বন্যা হয়; তবে এ বছর ক্ষতির পরিমাণ একটু বেশিই। কারণ কোনো চাষী তাদের ফসল ঘরে তুলতে পারেনি। চাষীদের রক্ষা করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সরকারের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সাধ্যমত তাদের পাশে দাঁড়াতে হবে। কেউ যাতে অনাহারে না থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাকসুদুর রহমান, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান জুয়েল, উপ-দফতর সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, ঢাবি জিয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দিন খান প্রমুখ।