বন্যায় ক্ষতিগ্রস্থ জালালপুর ইউনিয়ন পরিদর্শণে কৃষি কর্মকর্তা
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৭, ৫:৫৩ অপরাহ্ণ
বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শণ ও ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে মতবিনিময় করেছেন দক্ষিণ সুরমা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার তিনি জালালপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর,সেনগ্রাম, নকিবড়চক, বড়চক, নিজ জালালপুর, আজমতপুরসহ বিভিন্ন গ্রাম পরিদর্শণ ও ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন- আব্দুল্লাহপুর সি.আই.জি. (ফসল) কৃষক সমবায় সমিতির সভাপতি মো. ছুরাব আলী, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, কয়সর আহমদ, জমির আলী, কালা মিয়া, হুশিয়ার আলী, আব্দুল হান্নান, মো. সানাউল্লাহ, বীরেন্দ্র দেবনাথ ও সমিতির সদস্যবৃন্দ এবং স্থানীয় কৃষকবৃন্দ। মতবিনিময়কালে কৃষকরা বলেন, আগাম বন্যায় আমাদের ফসল হারিয়ে আমরা এখন অর্থনৈতিকভাবে স্বর্বসান্ত। বর্তমান বন্যায় আমাদের সকল আউশ ধান ও আমন বীজ পানিতে তলিয়ে গেছে। এসময় কৃষকরা রাষ্ট্রীয় সহযোগিতা করার জন্য সরকারের প্রতি দাবী জানান।
কৃষকদের সাথে মতবিনিময়কালে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকার ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে রয়েছে। কৃষকদের সবরকম সাহায্য, সহযোগিতা করবে সরকার। এসময় তিনি ক্ষতিগ্রস্থ কৃষকদের সান্তনা প্রদান করেন এবং ধৈয্যসহকারে দুর্যোগ মোকাবেলা করার পরামর্শ প্রদান করেন।