সিলেটে জুয়ার আসর থেকে ২৫ জন আটক
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৭, ৪:৫৪ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক:সিলেট নগরীর পৃথক দুটি স্থান থেকে ২৫ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে দক্ষিণ সুরমার লালাবাজার থেকে ১৪ জন এবং নগরীর সুরমা মার্কেট থেকে ১১ জনকে আটক করা হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) মো. জেদান আল মুসা।
জানা যায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে দক্ষিন সুরমা থানার লালাবাজার নামক স্থানে তীর শিলং ও জুয়ার আসরে অভিযান পরিচালনা করে ১৪ জন জুয়ারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ষাট হাজার টাকা, ১১টি মোবাইল সেট ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়াও পুলিশ সেখানকার অস্থায়ী জুয়ার আসর গুড়িয়ে দেয়। এ অভিযানে এডিসি (দক্ষিন) মো. জেদান আল মুসার নেতৃত্বে দক্ষিন সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।
অপরদিকে একই সময়ে অভিযান পরিচালনা করে সিলেট নগরীর সুরমা মার্কেট হতে তীর (জুয়া) খেলার সরঞ্জামাদিসহ ১১জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় আটাশ হাজার টাকা ও ১২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- ০১। মো. আলমগীর মিয়া (২২), পিতা-আপন মিয়া, গ্রাম-মহাজিরাবাদ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ০২। সোহেল আহমদ (২৯), পিতা-মালেক আহমদ, সাং-খাদিমপাড়া, থানা-শাহপরাণ (রহ.), ০৩। হেমাল উদ্দিন (৩০), পিতা-মৃত হাজী মুছাব্বির, সাং-বড়গুল, থানা-গোয়াইনঘাট, ০৪। জজ আহমদ (২৮), পিতা-মৃত জমির হোসেন, সাং-ধলইপাড়া, থানা-শাহপরাণ (রহঃ), ০৫। আহিদ আহমদ জাবেদ (২১), পিতা-তবারক আলী, সাং-দাউদপুর, থানা-মোগলাবাজার ০৬। সাব্বির আহমদ (২০), পিতা-সানাই মিয়া, সাং-বন্ধন এফ-২৭, খাসদবীর, থানা-এয়ারপোট ০৭। সুমন পাল (২৫), পিতা-বিনয় পাল, সাং-টাকাটুকিয়া, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, ০৮। রিমন (২০), পিতা-হাবিব মিয়া, সাং-লাউয়াই, থানা-দক্ষিণ সুরমা, ০৯। আরিফ আহমদ (২২), পিতা-আব্দুল হক, সাং-দাউদপুর, থানা-মোগলাবাজার ১০। মো. সালেহ (৩০), পিতা-মৃত মোঃ আব্দুল মালিক, সাং-তিলক, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, ১১। মো. শাহজাহান মিয়া, পিতা-মখলিছ মিয়া, গ্রাম-উত্তর মোকামের গুল (পীরের বাজার), থানা-শাহপরাণ (রহঃ), ১২। মো. বাবুল মিয়া (৩২), পিতা- মৃত রইস আলী, সাং কুতুবপুর, ১৩। শেখ কামাল হোসাইন (২৮) পিতা- শেখ জুনাব আলী, সাং- কুতুব পুর, ১৪। লিটন আহমদ (২০), পিতা- আরশ আলী, সাং- কুতুব পুর ১৫। নোমান আহমদ (৩০) পিতা- মাসুদ মিয়া, সাং- মুছারগাও ১৬। শাহেদ আহমেদ (২৫) পিতা- মৃত রইছ আলী, সাং- নান্দিশ্রী, ১৭। গিয়াস উদ্দিন (৩৫), পিতা- আমির আলী সাং- নিজগাও ১৮। সোহাগ (২৮) পিতা- শহিদুল হক,সাং-মাছকান্দা, থানা- ময়মনসিংহ জেলা-ময়মনসিংহ, ১৯। সোলেমান আহমদ(২৫), পিতা- আরফান আলী, সাং ফরিদপুর, ২০। মনু মিয়া (৫০), পিতা- আলমগীর সাং-লালাবাজার, ২১। সুমন দাস (২৪) পিতা- রাজেশ দাশ, সাং নোয়াইর, থানা- বিশ্বনাথ, ২২। আতাউর রহমান (৪০) পিতা- মমিন, সাং-বিবিদইল, ২৩। জাকির হোসেন ইলিয়াস (৫৫), পিতা- মৃত আরিছ আলী, সাং বেতসন্ধি, থানা- বিশ্বনাথ, ২৪। লিটন মিয়া (৩০) পিতা- মোঃ আছরাব আলী, সাং রাজনগর, থানা- বিশ্বনাথ, ২৫। মৃদুল দেব (২২), পিতা- কাঞ্চন দেব, সাং- জানাইয়া, থানা- বিশ্বনাথ জেলা- সিলেট।
আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ তে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।