বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৭, ৮:৩০ পূর্বাহ্ণ
সমছ উদ্দিন, বড়লেখা:বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ৯ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ ১৩শত পরিবারের মধ্যে ত্রান বিতরন করেছেন আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশন।
বুধবার ফাউন্ডেশনের চেয়ারম্যান দুবাই প্রবাসী ও বিশিষ্ট আগর আতর ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব বদরুল ইসলাম বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে নিজ হাতে ত্রাণ বিতরণ করেন।
এলাকার যুবসমাজের সহযোগীতায় ইউনিয়নের বাড্ডা, হাসীমপুর, পাঠনা, ঝগড়ি, ভোলারকান্দি, রফিনগর, রাংগিনগর, সুজানগর, চিন্তাপুর, সালদিগা, বটতল সহ ৯ওয়ার্ডের ১৩শত পরিবারকে চাল, তেল, আলু, পেয়াজ, বিতরণ করা হয়।
বিতরণকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি রেজাউল ইসলাম সেক্রেটারি নজরুল ইসলাম, ইউপি সদস্য ফখরুল ইসলাম সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, ব্যাবসায়ী আব্দুস সহিদ হাসীমপুর যুব সমাজের সভাপতি ওয়াহিদুল ইসলাম সেক্রেটারি দেলোয়ার হোসেন প্রমুখ।