সিলেটে বিদেশী রিভালবার ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী জয়নালকে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৭, ৯:১৬ পূর্বাহ্ণ
দৈনিকসিলেটডটকম:সিলেটে বিদেশী রিভালবার ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী জয়নালকে গ্রেফতার করেছে র্যাব।
৫ জুলাই ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল শামিমাবগ ৪ নং রোডে অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র চোরাচালান করে কতিপয় সন্ত্রাসী দীর্ঘদিনধরে কেনাবেচা করছে। তারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে অস্ত্র বেচাকেনা ও সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে । র্যাবের উপস্থিতি টেরপেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং বাসায় তল্লাশী চালিয়ে ০১ (এক) টি বিদেশী রিভলবার ০৪ (চার) রাউন্ড গুলি এবং ০৩ টি রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বর্তমান ঠিকানা, নাম- জয়নাল আহম্মেদ জয়নাল (৩৬), পিতা- মৃত আলতাফ আলী, গ্রাম- শামিমাবাগ, থানা- কোতয়ালী, জেলা- সিলেট। জিঞ্জাসাবাদে গ্রেফতারকৃত জয়নাল আহম্মেদ একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করে। জয়নাল আহম্মেদ গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি, রাম-দা সহ গ্রেফতারকৃত আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।