যুক্তরাজ্য খেলাফত মজলিসের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:যুক্তরাজ্য খেলাফত মজলিসের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন, চরমপন্থা আজ বিশ্বশান্তির জন্য প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্র জাতি ধর্মবিশ্বাস ভাষা ও গাত্রবর্ণের বিভিন্নতাকে আজ তারা চ্যালেন্জ করে বসেছে । তিনি বলেন, পশ্চিমারা মুসলমানদের বিরুদ্ধে যে বিভাজন ও প্রোপাগান্ডা হাতিয়ার ব্যবহার করছিল তা আজ তাদের স্থতিশীলতাকেও আঘাত করছে। বৃটেনের অতি সাম্প্রতিক ঘটনাগুলোর উদাহরণ দিয়ে বলেন, বিভাজন নয় শান্তির সপক্ষে চেতনার ঐক্যই বর্তমান সংকট উত্তরণের পথ ।
গত ২ রা জুলাই আলহুদা একাডেমি মিলনায়তনে যুক্তরাজ্য খেলাফত মজলিসের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে সভাতির বক্তব্যে তিনি এ আহবান জানান ।
যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ সাধারন সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তুল উলামা এবং হেফাজতে ইসলাম ইউরোপের সভাপতি মুফতি শাহ সদরুদ্দিন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবি সৈয়দ মামনুন মোর্শেদ , যুক্তরাজ্য বি এনপির সভাপতি এম এ মালেক, শিক্ষাবিদ ড: মাওলানা আবুল কালাম আজাদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার অহিদ আহমদ,ফর্রুখ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিক আহমদ রফিক, পরিবেশ বিশেষজ্ঞ ড: কামরুল হাসান, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা ছাদিকুর রহমান ও মাওলানা শওকত আলী,কবি টিভি প্রেজেন্টার আবু সুফিয়ান চৌধুরী, মানবাধিকার সংগঠক মনোয়ার হোসেন বদরুদ্দোজা, এসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স এর সভাপতি মাওলানা আব্দুল করিম, কবি ও ছড়াকার শিহাবুজ্জামান কামাল, দারুল উম্মাহ মসজিদের ইমাম মাওলানা আবুল হাসনাত চৌধুরী, মহানগর খেলাফত মজলিসেরসাবেক সভাপতি মাওলানা তায়ীদুল ইসলাম, লন্ডন মহানগরী সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক, সহ সাধারন সম্পাদক মাওলানা জাবির আহমদ ও মাওলানা ফুজায়েল আহমদ নাজমুল।
প্রধান অতিথি মুফতি শাহ সদরুদ্দিন বলেন, ঘরে বাইরে মুসলমানরা আজ নিরাপত্তাহীন। চরম পন্থিরা আজ শান্তিবাদী দেশ বৃটেনকেও অস্থতিশীল করে তুলতে চাইছে । তিনি ভারতে মুসলিম নিধনের নিন্দা জানান এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট অংগন থেকে গ্রীক দেবী থেমিসের মুর্তি অপসারনের দাবী জানান ।