আমদানী শুল্ক হ্রাস করায় অর্থমন্ত্রীকে সিলেট চেম্বারের কৃতজ্ঞতা
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৭, ৭:২৮ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: ২০১৭-১৮ অর্থবছরের ঘোষিত বাজেটে চুনাপাথর ও বোল্ডার পাথর আমদানীর ক্ষেত্রে বর্ধিত শুল্ক হ্রাস করায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ স্বাক্ষরিত এক বার্তায় এ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
এতে বলা হয়েছে- ২০১৭-২০১৮ অর্থবছরের ঘোষিত বাজেটে চুনাপাথর আমদানীর ক্ষেত্রে ২৫% সম্পূরক শুল্ক ও বোল্ডার পাথর আমদানীর ক্ষেত্রে ১৫% রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়। এতে চুনাপাথর ও বোল্ডার পাথরের আমদানীমূল্য বৃদ্ধি পাওয়ায় পণ্যগুলোর আমদানীতে স্থবিরতা নেমে আসে এবং বিক্রয়মূল্য বৃদ্ধি পায়। যার ফলে এখাতে জড়িত ব্যবসায়ী, পাথর মিল মালিক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন এবং এখাতে জড়িত ৪ লক্ষাধিক শ্রমিক বেকার হওয়ার সম্মুখীন হচ্ছিলেন।
এ বিষয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে সিলেট চেম্বারকে অবহিত করা হলে চেম্বার নেতৃবৃন্দ বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে অর্থমন্ত্রীর সাথে দেখা করে বিষয়টি সুরাহা করার জন্য আবেদন জানান। সিলেট চেম্বারের আবেদনের প্রেক্ষিতে অর্থমন্ত্রীর হস্তক্ষেপে চুনাপাথর আমদানীর ক্ষেত্রে আরোপিত ২৫% সম্পূরক শুল্ক হ্রাস করে ১০% করা হয়েছে এবং বোল্ডার পাথর আমদানীর ক্ষেত্রে আরোপিত ১৫% রেগুলেটরি ডিউটি রহিত করা হয়েছে।