কানাইঘাটে মোবাইল কোর্টে ১৪ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৭, ৮:৫৪ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোক্তা অধিকার সিলেট বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কানাইঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১/২১/৩৭ ধারায় মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের জন্য বাঙ্গালী ¯œ্যাকবার ২ হাজার, বনফুল এন্ড কোং ২ হাজার, হেকিম এন্টারপ্রাইজ ২ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য কোহিনুর অয়েল মিলকে ৫ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বাজারজাত ও বিক্রির করার দায়ে শফিক মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, ক্যামের সদস্য পাপিয়া রাই, স্যানেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও কানাইঘাট থানার একদল পুলিশ।