বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের প্রাক্তন কর্মকর্তা হান্নানের মৃত্যুতে শোক

দৈনিক সিলেট ডট কম
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নানের মৃত্যুতে শোক শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বেতারের পরিচালক (বাণিজ্যিক) ডক্টর মির শাহ আলম, সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলম, উপ-আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, মোহাম্মদ আব্দুল হক, সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম, প্রবিত্র কুমার দাশ, প্রদীপ কুমার দাস, জুনায়েদ আহমদ। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে কর্মরত অনিয়মিত শিল্পী সংস্থার উপদেষ্টা আব্দুল মজিদ লস্কর, মোঃ মতিউর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি এম রহমান ফারুক, সাধারন সম্পাদক সুরজিত দেব তনু, সহ সভাপতি শুক্লা রানী চন্দ, অলিউর রহমান,মোঃ আফতাব উদ্দিন, উবায়েদ আহমদ, আব্দুল কাইয়ূম, আব্দুস সালাম, মুন্না খান, আনোয়ার হোসেন ভূইয়া সহ সকল নেতৃবৃন্দ। তারা এক শোক বার্তায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের প্রাক্তন কর্মকর্তা আব্দুল হান্নানের রুহের মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য আব্দুল হান্নান (তুলা মিয়া) গত ২৯ জুন রাত ৯ টায় দক্ষিন সুরমা উপজেলার বারইগ্রাম গ্রামের নিজ বাড়ীতে ইন্তোকাল কছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বৎসর। তিনি ১৯৯৯ সালে বেতারের প্রশাসনিক কর্মকর্তা অবস্থায় অবসরে যান। তার ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ আত্মীয়স্বজন রয়েছে।