শ্রীমঙ্গল থেকে ভূূয়া চিকিৎসককে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৭, ৭:৪০ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন বেরীর পাড়স্থ আইকন মেডিক্যাল সার্ভিসে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র্যাব- ৯ । অভিযানে তারা এক জন ভুয়া ডাক্তারকে হাতে নাতে আটক করতে সক্ষম হয় ।
শুক্রবার দুপুর দেড়টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এই অভিডান চালায়।
আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা মোঃ রাকিবুল ইসলাম, পিতাঃ-মোজাফফর আহমেদ, গ্রামঃ-নিলুখী, থানাঃ-হোমনা, জেলাঃ- কুমিল্লা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২(১) ও ২৯(১) ধারা মোতাবেক নিবন্ধন বিহীন ডাক্তার (ভুয়া ডাক্তার) হিসেবে ব্যবস্থাপত্র প্রদান করার অপরাধে বিশ হাজার টাকা জরিমান ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থ অনাদায়ে ২০ বিশ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করে র্যাবের ভ্রাম্যমান আদালত। উক্ত ভূয়া চিকিৎসককে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্থি প্রকাশ করেছে। ভূয়া চিকিৎসক মোঃ রাকিবুল ইসলামকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়েছে।