আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন বাবুলের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৭, ৭:৩৯ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম:দক্ষিণ সুরমার সিলাম পশ্চিম পাড়া নিবাসী মরহুম ওয়াজিদ আলীর প্রথম পুত্র সিলাম ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও সিলাম পশ্চিমপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার সহ সভাপতি, পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদের মুতওয়াল্লি আলহাজ্ব সিরাজ উদ্দিন বাবুল গত ৫ জুলাই বুধবার বেলা দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ সুরমা নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা সন্তান, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ৬ জুলাই বৃহস্পতিবার রাত ১০ টায় পশ্চিমপাড়া পুরাতন মসজিদ সংলগ্ন মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি যুক্তরাষ্ট্রের মিশিগান আওয়ামী লীগ নেতা হাজী লিয়াকত আলী ও সিলেট জেলা এবং দক্ষিণ সুরমা যুবলীগ নেতা আবু সাঈদ জুবেরী, শাহাবুদ্দিন ও মোঃ শাহজাহানের বড়ভাই।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শোক
সিলেট-৩ আসনের এম.পি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সিরাজ উদ্দিন বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
এদিকে, মরহুম আলহাজ্ব সিরাজ উদ্দিন বাবুলের মৃত্যুতে সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের সভাপতি হাজী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক এম আহমদ আলী, সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন, সহ সভাপতি ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় আজীবন সদস্য ও দক্ষিণ সুরমা শাখার সাধারণ সম্পাদক শাহ্ মুজাম্মিল আলী, মাসিক চন্দ্রবিন্দু পত্রিকার সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলাম, জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি