সমৃদ্ধ দেশ গঠনে কারিগরি জ্ঞানের বিকল্প নেই: মুহিত চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৭, ৮:৩৪ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী বলেছেন,সমৃদ্ধ দেশ গঠনে কারিগরি জ্ঞানের বিকল্প নেই। নারীদের স্বাবলম্বী হতে কারিগরি এবং তথ্য প্রযুক্তি জ্ঞান অর্জন করতে হবে।
শনিবার বিকালে টিলগড় গোলাপবাগে বহুজাতিক বিদ্যাকাননে আয়োজিত ঈদপূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বহুজাতিক বিদ্যাকাননের প্রতিষ্ঠাতা বিশিষ্ট যুবসংগঠক মো: এহছানুল হক তাহেরের উপস্থাপনায় এবং পলি বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল মাননান।