স্বপ্নপূরণ হলোনা লন্ডন প্রবাসী আমানের….

দৈনিক সিলেট ডট কম
আব্দুল মুকিত অপি: আমান অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিল ব্রেটেনে। তার স্বপ্ন, স্বপ্নই থেকে গেল। আমান শনিবার সকাল ৯ টায় লন্ডনে মারা গেছে! ( ইন্নালিল্লাহি ..রাজিউন )
২০১০ সালে নতুন করে লন্ডনের জ্বর উঠলে অনেকটা জোর করে এমসি কলেজের পাঠ চুকিয়ে লন্ডন পাড়ি জমায় সে । কিছুদিন পর টিবি রোগে আক্রান্ত হয় । বিলেতের আধুনিক চিকিৎসা তাকে সারিয়ে তুলতে পারে নি । ধীরে ধীরে তার অর্ধেক শরীর অবশ হয়ে যায় । প্রায় পাঁচ বছর বিছানায় কাটে তার জীবন –যার অবসান হলো একাকীত্বে,সবার অগোচরে ।
পুত্রের চিন্তায় বাবা গত হয়েছেন তিন বছর হলো,আর মা দেশে পাগলপ্রায় । তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট আমান। আমানের লাশ দেশে আসছে না,শেষ দেখা হবে না মায়ের।
আমানদের গ্রামের বাড়ি গোলাপগঞ্জের লামা মেহেরপুর,এখন বাসা শ্রীমঙ্গলের শাহীবাগে ।সিলেটের বাগবাড়ি ওয়াপদা কোয়ারটারে একসময় পিতার চাকুরির সুবাদে তাদের বসবাস ছিলো,তারা থেকেছে শাহজিবাজার-টাঙ্গাইল -ঘোড়াশালে ।
হাসিখুশি ছেলেটা রঙের বিলেতে গিয়ে অসুখে নীল হলো,সাদা হলো–আজ চিরতরে হারিয়ে গেলো!
আমান জান্নাত হোক তোমার কষ্ট লাঘবের শেষ ঠিকানা…।