ইলিয়াসপত্নীকে যুক্তরাজ্যে যেতে বাঁধা দেওয়ায় জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

দৈনিক সিলেট ডট কম
ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লুনাকে যুক্তরাজ্যে যেতে বাঁধা দেওয়ায় সিলেট জেলা বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ জননেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনাকে যুক্তরাজ্য যেতে বাধা দেওয়ার ঘটনায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
রবিবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ এ নিন্দা জানান। বিবৃতিতে তারা জানান ছেলে গ্রাজ্যুয়েশন সমাবর্তনে যোগ দিতে যাওয়ার প্রাক্কালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে ইলিয়াস আলীর স্ত্রীকে আটকে দেওয়া থেকেই সরকারের ফ্যাসীবাদী ও অমানবিক আচরণের প্রমাণ পাওয়া যায়। এ থেকে প্রমাণিত হয় দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নেই ও মানবাধিকার নেই। এধরনের ঘৃণ্য কর্মকান্ড থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তারা।