অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য হলেন ফারহানা বেগম হেনা
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৭, ১০:৪৯ পূর্বাহ্ণ
দৈনিকসিলেটডটকম:ডেইলীবিডিনিউজডটনেট-এর প্রধান সম্পাদক ফারহানা বেগম হেনা সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য হলেন।রবিবার সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে তাকে কার্যকরী পরিষদের সদস্য পদ প্রদান করা হয়।তিনিই প্রথম সিলেটে কোন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নারী সদস্য হলেন।
প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি গোলজার আহমদ, সহ সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার,তথ্য ও প্রযুক্তি সম্পাদক খন্দকার আব্দুর রহিম,প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, কার্যকরী পরিষদের সদস্য আব্দুল মুহিত দিদার, শিব্বির আহমদ ওসমানী।টেলিকনফারেন্স এর মাধ্যমে সভায় যোগদান করেন অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মেহদী কাবুল।
সভায় ক্লাবের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।