কোম্পানীগঞ্জে মহিলা পাথর শ্রমিকদের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৭, ৫:৫৩ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়নের থানা বাজার প্রধান কার্যালয়ে মহিলা পাথর শ্রমিক সংগঠনের এক সাধারণ সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়।
মহিলা পাথর শ্রমিক সংগঠনের সভানেত্রী আফিয়া বেগমর সভাপতিত্বে ও লাইলি বেগমের পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক ফয়সল আহমদ (বাদশা), প্রচার সম্পাদক রোমান আহমদ, আইন বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জাদ মিয়া, আল আমিন, দিলু মিয়া, আব্দুল হান্নান। মহিলা নেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন আছারুন নেছা, বেগম বিবি, ফরিদা বেগম প্রমুখ।
সভায় মহিলা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনায় বক্তারা বলেন, যান্ত্রিকভাবে পাথর উত্তোলন করলে সাধারণ শ্রমিকদের রুজি রোজগারের পথ বন্ধ হয়ে যায়। তাই অবিলম্বে পাথর কোয়ারীগুলো পাথর উত্তোলনে শ্রমিকদের জন্য উন্মুক্ত করে দিলে পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকদের পরিবারের সন্তানদের লালন পালন সহ শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে যাবে। তাই এ ব্যাপারে প্রশাসন সহ সকল নেতৃবৃন্দের সাহায্য সহযোগিতা কামনা করা হয়।