জেলা বিএনপি সভাপতি আবুল কাহের শামীমকে যুক্তরাষ্ট্রে সংবর্ধনা

দৈনিক সিলেট ডট কম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম যুক্তরাষ্ট্রে সংবর্ধনা প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার বাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রধান করা হয়। রবিবার যুক্তরাষ্ট্রের নিউজার্সি ও পেনসিলভেনিয়ায় অবস্থানরত বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এসময় জেলা সভাপতির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- পেনসিলভেনিয়া বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান হারুন ও সাবেক ছাত্রদল নেতা উত্তম বনিক। অনুষ্ঠানে বিয়ানীবাজার বাসীর পক্ষ থেকে বিএনপি নেতা আবুল কাহের চৌধুরী শামীমকে ক্রেষ্ট প্রদান করা হয়।
সংবর্ধনার জবাবে আবুল কাহের চৌধুরী শামীম বলেন- দেশ ও জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। এ থেকে জাতিকে মুক্ত করতে দেশ মাতৃকার গর্বিত সন্তান প্রবাসীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি