মদন মোহন কলেজ ছাত্রদলের উদ্যোগে মিছিল

দৈনিক সিলেট ডট কম
নবীন ছাত্র-ছাত্রীদের স্বাগত জানিয়ে মদন মোহন কলেজ ছাত্রদলের উদ্যোগে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক এস.এম. শেফুলের সভাপতিত্বে ও ছাত্রনেতা আলী আকবর রাজন ও জাহাঙ্গীর আলম পারভেজ’র পরচিালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন বিশ্ববিদ্যালয়ে কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকির।
অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা জেহিন আহমেদ, নাহিয়ান আহমেদ রপিন, ইমরান সিদ্দিকী সৌরভ, সামাদ হোসেন, আলমগীর হোসেন, সাকিবুজ্জামান সাকিব রায়হান খান, সানুর ওয়াদুদ সাগর, এস,এম, সায়মে, এস,এম,কামাল, সায়মে আহমেদ, জাহাঙ্গীর আলম, শাহান আল মাহমুদ খান, শাহ আলম, মাহবুব রহমান, তোফায়েল আহমদ, স্বপন আহমদ,ইসয়দ মেহেদী হাসান, আব্দুল ওয়াদুধ,আব্দুল হাসিম,খালেদ হোসেন খালেদ আহমেদ, নবাগতদের মধ্যে আব্দুল হাসান, রাকীর চৌ:,আফরোজ মিয়া,আল আমিন হোসেন স্বপন, ইমাদ আলী, লাহিন আহমেদ, লিমন আহমেদ প্রমুখ।
মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে ছাত্রনেতা এসএম শেফুল নবীন ছাত্রছাত্রীদের জাতীয়তাবদী ছাত্রদলের পতাকাতলে সমবেত হয়ে দেশ ও জাতি গড়ার আন্দোলনে শামিল হবার আহবান জানান।