ওসমানীনগরে গার্ল গাইডস সিলেট অঞ্চলের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৭, ১২:০২ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম:বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসেসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে ওসমানীনগরে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। অ্যাসেসিয়েশনের সিলেটের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থের নেতৃত্বে সোমবার ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়নে এই সকল ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বন্যাকবলিত মানুষের মধ্যে শুকনো খাবার ২কেজি, মুড়ি ১কেজি ও গুড় ১কেজি করে দু শতাধিক মানুষের মধ্যে ত্রাণসামগ্রী প্রদান করেন নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসেসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ, বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান, সেক্রেটারি, বুরুঙ্গা মাধ্যমিক উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়াও গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সিলেট অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারি কামরুন নাহার বেগম, স্থানীয় কমিশনার সিদ্দিকা খাতুন, সদস্যা শামীমা আক্তার নেভী ও উইমেন্স মডেল কলেজের দুজন রেঞ্জার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি