হবিগঞ্জে বন্ধিশালা থেকে দুই সন্তানের জননীকে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৭, ৮:৫৯ পূর্বাহ্ণ
রায়হান আহমেদ মুন্না:হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের চড়িপুরে স্বামীর বন্ধিশালা থেকে সুজেনা বেগম (২৪) নামে দুই সন্তানের জননীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর থানার এএসআই আবুল কালাম ও আব্দুল হাকিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। সুজানা কালনী গ্রামের ইউসুফ আলীর কন্যা। ইউসুফ আলী জানান, ৪ বছর আগে ছড়িপুর গ্রামের জৈন উল্লাহার পুত্র তাউস মিয়ার সাথে তার কন্যাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর তাদের কোল জুড়ে দুই সন্তান জন্ম গ্রহন করে। সম্প্রতি যৌতুকের জন্য তাউস ও তার আত্মীয়রা সুজানার উপর নির্যাতন চালায়। গত দুই দিন ধরে সুজানাকে তাউস একটি ঘরে খবার না দিয়ে আটকে রাখে। এ ব্যাপারে গতকাল সকালে ইউসুফ আলী আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে পুলিশ সুজানাকে উদ্ধার করে তার পিতার জিম্মায় দিয়ে দেন।