সুনামগঞ্জে যুব জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭, ৯:৫৮ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ “জমিয়তের দাওয়াত আল্লাহর জমিনে,জমিয়তের পয়গাম আল্লাহর নেজাম”এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী সমাজ ব্যবস্থার প্রবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, এ উপলক্ষে কর্মী সমাবেশ ও কাউন্সিল-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। যুব জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাও: আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওঃ শাহীনুর পাশা চৌধুরী। বিশেষ অথিতির বক্তব্য রাখেন মাওঃ তাফাজ্জুল হক আজিজ, মাওঃ শায়েখ আব্দুল বশির, মাওঃ আনোয়ারুল ইসলাম, মাওঃ মোস্তাক আহমদ, শায়েখ মাও: আফসার উদ্দীন , মাও: তৈয়্যিবুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওঃ আলীনুর, মাওঃ হাম্মাদ আহমদ, মাওঃ আব্দুল্লাহ, মাওঃ রফিক আহমদ, মাওঃ রুকন উদ্দীন, মাওঃ আব্দুল ওয়াহাব প্রমুখ।