ছাত্রাবাসে হামলা ভাংচুর : সিলেট ছাত্রদলের নিন্দা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭, ১০:১১ অপরাহ্ণ
ডেস্ক: ঐতিহ্যবাহী শীর্ষ বিদ্যাপীঠ এমসি কলেজ ছাত্রাবাসে ফের ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জানিয়েছেন সিলেট বিভাগীয় ছাত্রদল নেতৃবৃন্দ। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানান তারা।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলে সাবেক সভাপতি আহমদ চৌধুরী ফয়েজ ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) জাকির হোসেন উজ্জল বলেন- ছাত্রলীগ শিক্ষা শান্তিতে বিশ্বাস করেনা। তারা দেশের সব গুলো শিক্ষা প্রতিষ্ঠানকে মিনি সন্ত্রাসীদের মিনি ক্যান্টনমেন্টে পরিনত করেছে। তার ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান গুলো রেহাই পাচ্ছেনা। তারা নিকট অতীতে এমসি ছাত্রাবাস, সরকারী কলেজ ছাত্রাবাস, শাহজালাল বিশ্ব বিদ্যালয় ছাত্রাবাস, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে হামলা, ভাংচুর লুটপাট ও আগুনে পুড়িয়েছে। এমসি কলেজ ছাত্রাবাস তাদের হিং¯্র থাবার ভুলতে না ভুলতেই পুনরায় সেখানে হামলা ভাংচুর চালিয়ে প্রমান করেছে তারা কতটা হিং¯্র ও পিশাচ। অবিলম্বে এই ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তুমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যতায় ছাত্রদল সাধারন ছাত্রদের সাথে নিয়ে এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াতে বাধ্য হবে।