হবিগঞ্জে আপত্তিকর অবস্থায় ৫ যুবক-যুবতি আটক
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৭, ৭:৪৬ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক:হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় পুলিশের সাড়াশি অভিযানে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৫ যুবক যুবতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৩টার দিকে ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তিনি জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন ফ্লাট ও বাসা ভাড়া নিয়ে ও আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছে। তিনি জানান, এখন থেকে নিয়মিত এ অভিযান চলবে। আটকরা হল চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রুবেল মিয়ার স্ত্রী সাদিয়া আক্তার (৩০), একই গ্রামের আব্দুল আহাদের স্ত্রী সুমি আক্তার (২০), নবীগঞ্জ উপজেলার সাতাইয়াল গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী রুজি আক্তার (২০), বানিয়াচং উপজেলার রামগঞ্জ গ্রামের আঞ্জব আলীর পুত্র সেলিম মিয়া (২৫) ও আব্দুল গফুরের পুত্র নিজাম উদ্দিন (২৫)। এ ব্যাপারে এসআই রকিবুল হাসান বাদি হয়ে মামলা দিয়ে তাদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেন।সূত্র:হবিগঞ্জসমাচার