শাবানার বাসায় বসে তারকামেলা
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৭, ১০:৪৭ পূর্বাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক:শাবানা মানেই ক্রেজ। নব্বই দশক পর্যন্ত পাঁচ শতাধিক ছবিতে অভিনয় আর ১১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শাবানাকে বলা হয় ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। এখনো তাকে একনজর দেখতে তীর্থের কাকের মতো মুখিয়ে থাকেন দর্শক আর চলচ্চিত্রকাররা। শুক্রবার শাবানার বাসায় বসে তারকামেলা। চিত্র পরিচালক আজিজুর রহমান, মতিন রহমান, ছটকু আহমেদ, মিশা সওদাগর, আনোয়ারা, রোজিনা, অঞ্জনা, পপি, নিপুণ, সায়মন, তানিয়াসহ অনেকে যান সেখানে। চলচ্চিত্র শিল্পী সমিতি এই জীবন্ত কিংবদন্তি শাবানাকে জানায় সম্মাননা। তাকে ঘিরে একঝাঁক তারকা ছিলেন উল্লসিত। আর শাবানা ও তার স্বামী চলচ্চিত্রকার ওয়াহিদ সাদিক শিল্পীদের কাছে পেয়ে হন উচ্ছ্বসিত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ তে শাবানাকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। ২৪ জুলাই প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মান গ্রহণ করে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন সবার প্রিয় শাবানা।