হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারী আহত ১০

দৈনিক সিলেট ডট কম
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ফুলবাড়িয়া গ্রামে আজ রোববার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই চাচাতো ভাইয়ের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।এ সময় নারী সহ আহত হয়েছেন ১০ জন।
গুরুত্বর আহতদের মধ্যে আরিফুর রহমান রুমন নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতরা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীরা জানান, ফুলবাড়িয়া গ্রামের মুরশেদ মিয়ার ছেলে রেজু মিয়া ও তার চাচাতো ভাই আবু মিয়ার ছেলে রফিকুল ইসলামের মধ্যে বেশকিছু দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসাছে। এর জের ধরে সকালে উভয়পক্ষ লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান মো. নূরুল ইসলাম সংঘর্ষের বিষয়ে নিশ্চিত করে জানান, ঘটনাস্থলের পরিস্থিতি এখন আমাদের অনুকূলে রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।