সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৭, ৮:১৬ পূর্বাহ্ণ
দৈনিকসিলেটডটকম: হবিগঞ্জ শহরের আহসানিয়া মিশন রোড এলাকা থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। রবিবার শংকর দাস গুপ্ত নামে ওই পলাতক আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত শংকর দাস গুপ্ত ওই এলাকার হারাধন দাশ গুপ্তের পুত্র। শংকর দাস গুপ্ত ২০০৩ সালে দ্রুত বিচার আইনে দায়েরকৃত একটি মামলার আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে র্যাব সূত্রে জানা গেছে।