শিক্ষার্থীর মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবারের শোক
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৭, ১০:৪৩ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম:সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিবিএ ৩৫ ব্যাচের শিক্ষার্থী শরীফ আল ইমরান মঙ্গলবার দিবাগত রাতে হবিগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার।
এক শোক বার্তায় ইউনিভার্সিটির বোর্ড ব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন শরীফ আল ইমরানের রুহের মাগফেরাত কামনা করেন। একইসাথে নিহতের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।