বেতগঞ্জ বাজারে গার্মেন্টস ও মুদির দোকানে অগ্নিকাণ্ডে লক্ষ টাকার ক্ষয় ক্ষতি
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৭, ৪:১২ অপরাহ্ণ
কাজী জমিরুল ইসলাম মমতাজ , সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারে গামের্ন্টস, চালের গোদাম ও মুদির দোকানে ভয়াভহ আগুন লেগে সম্পূর্ন মালামাল জ¦লে পুড়ে প্রায় ৩১ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ভোরে বেতগঞ্জ বাজারে কে বা কারা ঘটনাটি ঘটায়। মোল্লাপাড়া ইউনিয়নের লালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে গার্মেন্টস ব্যবসায়ি মিজানুর রহমান মিজান প্রতিদিনের মত দোকান তালাবদ্ধ করে নিজ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। পরে ভোরে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তার গার্মেন্টস এবং ভাড়াকৃত সুহেল মিয়ার সুহেল ভেরাইটিজ স্টোরে আগুন জ¦লছে। এ করুণ অবস্থা দেখে মিজানুর রহমান ফায়ার সার্ভিস অফিসে জানান। তারপর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। এ ব্যাপারে দোকান মালিক মিজানুর রহমান মিজান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার নং-১৩৩২ তারিখ ১৯/০৭/১৭ ইং।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনর্চাজ শহীদুল্লাহ খান ঘটনার সত্যতা স্বীকার করেন। ##