গণতন্ত্রে বিশ্বসী সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হওয়ার আহবান:রকিব
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৭, ৫:০৯ অপরাহ্ণ
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব বলেন, দেশের সকল গণতন্ত্রে বিশ^াসী এবং ইসলামী দলসমূহকে ভোটারবিহীন নির্বাচিত বেআইনী স্বৈরশাসন হতে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার আবশ্যক। বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ তাদের মনোনীত নির্বাচন কমিশনকে দিয়ে রোডম্যাপ এর মাধ্যমে ক্ষমতায় থাকার নীল নকশা বাস্তবায়ন তৎপর।
দেশে ইসলামী রাজনৈতিক ও গণতান্ত্রিক দল সমূহের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে পঙ্গু করে রেখেছে। ইসলামী দল সমূহকে রাজনৈতিক ময়দানে ভূমিকা রাখা হতে বিরত রাখার জন্য আমলা, প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে বর্তমান ক্ষমতাসীনরা অপব্যবহার করছেন।
নবগঠিত নির্বাচন কমিশনকে আওয়ামীলীগের হাতিয়ার হিসাবে ব্যবহার করার পরিকল্পনা বন্ধ করে অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেশ ও জাতির কল্যাণে অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টির জন্য সকল রাজনৈতিক দল এবং ইসলামী দলসমূহকে ২০ দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ইসলামী ঐক্যজোটের পক্ষে এক বিবৃতি প্রদান করেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব।