সিলেট ল’ কলেজে শহীদ মিনার স্থাপনের দাবীতে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৭, ৫:৪০ অপরাহ্ণ
সিলেট ল’ কলেজে শহীদ মিনার স্থাপনের দাবীতে কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে সিলেট ল’ কলেজের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থীরা এই দাবীতে স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীরা বলেন, দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে, কিন্তু সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট ল’ কলেজে আজও কোন শহীদ মিনার স্থাপন হয়নি। তারা কলেজ ক্যাম্পাসে একটি শহীদ মিনার স্থাপনের উদ্যোগ নেওয়া জন্য অনুরোধ জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সিলেট ল’ কলেজের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী সাদিকুর রহমান, মাহবুব আহমদ, মামুন আহমদ, হোসাইন আহমদ, ইমদাদুল হক, আব্দুল কাদির, নাসির উদ্দিন সজিব, মনির আহমদ, আবুল কাশেম, দিদার হোসেন, হারুনুর রশিদ, তাহমিদ, মনির, দিলোয়ার, আব্দুস সবুর প্রমুখ।