কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলা ও মহানগরের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৭, ৯:০২ অপরাহ্ণ
বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০ শতাংশ কর্তনের প্রতিবাদ, তা প্রত্যাহার এবং শিক্ষক-কর্মচারীদের অন্যান্য সরকারী কর্মচারী-কর্মকর্তার মতো বার্ষিক ৫% শতাংশ প্রবৃদ্দি, নববর্ষ ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়িভাড়া প্রদান এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের ১১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানব বন্ধন কর্মসূচী বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।
বক্তারা অবিলম্বে মূল বেতনের ১০% শতাংশ কর্তনের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান এবং এর সাথে সাথে বার্ষিক ৫% শতাংশ ইনক্রিম্যান্ট প্রদান, নববর্ষ ভাতা সহ অন্যান্য দাবী পূরণের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অধ্যক্ষ অধ্যাপক সুজাত আলী রফিকের সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক আব্দুল জলিল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাশ, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সমিতির জেলা সভাপতি অধ্যাপক এম.এ রহিম, সাধারণ সম্পাদক অধ্যাপক সালা উদ্দিন বেলাল, অধ্যাপক এম.এ ওয়াহাব, অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক প্রণয় সরকার, অধ্যাপক কমর উদ্দিন, অধ্যাপক এনামুল হক চৌধুরী সোহেল, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক আজির উদ্দিন, অধ্যাপক খন্দকার আলী আশরাফ, অধ্যাপক শাহদত হোসেন, অধ্যাপক নূর উদ্দিন, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক রনজিত দে, অধ্যাপক ফখরুল ওয়াহেদ চৌধুরী, অধ্যাপক সালেহ আহমদ, অধ্যাপক রাহাত উদ্দিন, অধ্যাপক হুমায়ুন কবির জুয়েল প্রমুখ। বিজ্ঞপ্তি