ছাত্রীকে উত্যক্ত করায় অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৭, ৯:৫৩ পূর্বাহ্ণ
মাধবপুর প্রতিনিধি:মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ছাত্রলীগের এক স্থানীয় নেতা কে গ্রেফতার করেছে পুলিশ। কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসেন জানান, উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা রমজান মিয়া প্রায়ই গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করত। এ ঘটনায় স্কুল ছাত্রী বাদি হয়ে একটি মামলা দায়ের করলে বৃহস্পতিবার সন্ধ্যায় রমজান মিয়া কে গ্রেফতার করা হয়। রমজান মিয়া জানান, সে চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি। ষড়যন্ত্রমুলক ভাবে তাকে মামলায় জড়িয়ে ফাঁসানো হয়েছে। তিনি নিজেকে নির্দোষ দাবী করেন। উপজেলা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপন জানান, চৌমুহনীতে ছাত্রলীগের দুটি কমিটি রয়েছে। সে বিদ্রোহী কমিটির সহ সভাপতি। উপজেলা ছাত্রলীগের অনুমোদনকৃত কমিটির কেউ না।